সুন্দরবনে অস্ত্র গুলি উদ্ধার : বনদস্যু আটক


প্রকাশিত: ০৩:০২ এএম, ২৭ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

খুলনা জেলার কয়রা উপজেলাধীন সুন্দরবনের গহীন থেকে ২৫টির বেশি দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‌্যাব। এসময় এক বনদস্যুকে আটক করা হয়।

সোমবার দিনভর কঠোর গোপনীয়তার সঙ্গে র‌্যাব-৬ খুলনার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে। একটি বিশ্বস্ত সূত্র জানায়, সুন্দরবনে অভিযান চালিয়ে ২৫টির অধিক বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ৮০ রাউন্ডের অধিক গুলি উদ্ধার ও এক বনদস্যুকে আটক করা হয়। তবে আটক বনদস্যুর নাম ওই সূত্রটি নিশ্চিত করতে পারেনি।

এ ব্যাপারে র‌্যাবের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিং করে সকল তথ্য জানানো হবে।

সোমবার রাত ১০টা ৫মিনিটে র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক, সিনিয়র এএসপি মোহাম্মদ হারুন অর রশিদ স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় বলা হয়, র‌্যাব কর্তৃক সুন্দরবন এলাকায় বনদস্যুদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের একটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। যা বড় অপারেশনগুলোর মধ্যে অন্যতম।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর লবণচরাস্থ র‌্যাব-৬ খুলনার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।