দ. আফ্রিকায় আজ ‘এ’ দলের আরেকটি পরীক্ষা


প্রকাশিত: ০১:১৫ এএম, ২৭ অক্টোবর ২০১৫

দক্ষিণ আফ্রিকায় এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ ‘এ’ দল। আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে আজ স্থানীয় একাডেমি দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে মাঠে নামবে শুভাগতরা। তাই এ ম্যাচে জয়টা বড় বেশি প্রয়োজন সৌম্য-সাব্বিরদের।

এর আগে নর্দার্ন টাইটানসের কাছে ৫০ ওভারের ম্যাচ এবং টাইটানসের কাছে তিন দিনের ম্যাচে হেরেছে বাংলাদেশ ‘এ’। এই দুই ম্যাচের ব্যাটিং দেখে খুবই হতাশ দলের ম্যানেজার হাবিবুল বাশার। ব্যাটসম্যানদের মধ্যে নাকি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার কোনো চেষ্টাই দেখছেন না নির্বাচক কমিটির এই সদস্য।

হাবিবুল বাশার জানান, ‘ছেলেদের মধ্যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার কোনো চেষ্টা দেখছি না। বারবার একই ভুল করে যাচ্ছে, প্রয়োজনে-অপ্রয়োজনে স্ট্রোক খেলছে’।

তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আশা, ৩০ অক্টোবর জিম্বাবুয়ে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় শেষ তিনটি ম্যাচে ঘুরে দাঁড়াবেন সৌম্য-সাব্বিররা।

বুধবার টাইটানসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও বৃহস্পতিবার প্রাদেশিক দলের বিপক্ষে শেষ ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।