দুর্যোগ ঝুঁকি প্রশমনে দরকার বহুমাত্রিক পদক্ষেপ : আরেফিন সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘দুর্যোগ ঝুঁকি প্রশমনের ক্ষেত্রে আমাদের বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সাথে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সর্ব সাধারণের জন্য প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’
সোমবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস মিলনায়তনে ‘দুর্যোগ ঝুঁকি প্রশমন’ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইউএনডিপি, ইসলামিক রিলিফ বাংলাদেশ, জাপানের ইন্টারন্যাশনাল রিকভারি প্লাটফর্ম, বিল্ড ব্যাক বেটার ফাউন্ডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি’র যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি’র প্রাক্তন সদস্য ও সাবেক এমপি ড. মো. আকরাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, বুয়েটের অধ্যাপক ড. তাহমিদ এম. আল-হুসেইনি, ইন্টারন্যাশনাল রিকভারি প্লাটফর্মের কো-চেয়ার স্টিফেন খোলার, ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর শাবেল ফিরুজ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, পিএসসি। কর্মশালায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. আবদুল কাইয়ুম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উপাচার্য কর্মশালায় অংশগ্রহণকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘অতি প্রাচীনকাল থেকে বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাস, টর্নেডো, খরা, ভূমিকম্প ইত্যাদি ঘটে আসছে। এর ফলে, বহু জীবননাশ এবং ধন সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে নতুন দুর্যোগ বিশেষ করে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, বৃষ্টির ধরণের পরিবর্তন ইত্যাদি দেখা দিচ্ছে। তাই দুর্যোগ ঝুঁকি প্রশমনের ক্ষেত্রে আমাদের বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সর্ব সাধারণের জন্য প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’
এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এনজিও থেকে আগত কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করছেন।
এমএইচ/এসএইচএস/এমএস