মোবাইল ব্যাংকে বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা


প্রকাশিত: ০৪:২২ এএম, ২৬ অক্টোবর ২০১৫

মোবাইল ব্যাংকিং সেবাকে শুধুমাত্র টাকা পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে এ সেবাটিকে আরও বৃহৎ পরিসরে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি হোসেন খালেদ। এজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদানের সুপারিশ করেছেন তিনি।

ডিসিসিআই সভাপতি বলেন, মোবাইল ব্যাংকিং সেবাকে আরও বৃহৎ পরিসরে ব্যবহারের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং গ্যাস-বিদ্যুৎ ও পানি প্রভৃতি সেবার বিল প্রদানের ক্ষেত্রে জনগণকে উৎসাহিত করতে হবে।

রোববার ঢাকা চেম্বার অডিটরিয়ামে আয়োজিত ‘মোবাইল ফিন্যান্সিং সার্ভিসেস’ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় হোসেন খালেদ এ কথা বলেন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।