৩১তম টেস্ট সেঞ্চুরি ইউনিসের


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০১৫

টেস্ট ক্যারিয়ারে ৩১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের ইউনিস খান। ১০৩ ম্যাচে তিনি এই কীর্তি গড়লেন। আর ইংল্যান্ডের বিরুদ্ধে এটি তার তৃতীয় সেঞ্চুরি। দুবাইয়ে চলমান পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে এই সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। আগের দিন ৭১ রান নিয়ে অপরাজিত ছিলেন এই বর্ষীয়ান ব্যাটসম্যান।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছে ইউনিস খান ও অধিনায়ক মিসবাহ-উল-হক। আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা মিসবাহ অবশ্য আজ রোববার কোনো রান না করে আউট হয়ে যান। তবে ইউনিস খান ঠিকই সেঞ্চুরি আদায় করে নিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১১২ রান নিয়ে ব্যাট করছেন ইউনিস। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানিদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩১১ রান। ইতোমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তারা ৪৪৭ রানের লিড নিয়েছে।

পাকিস্তানের পক্ষে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি ও রানের মালিক ইউনিস শনিবার এক অনন্য মাইলফলক ছুঁয়ে ছিলেন। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।