আড়াই মাস ধরে বন্ধ রাবির ব্যায়ামাগার


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৫ অক্টোবর ২০১৫

আধুনিকায়নের নামে দীর্ঘ আড়াই মাস ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জিমনেসিয়ামের ব্যায়ামাগার বন্ধ আছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এতে করে নিয়মিত শরীরচর্চার জন্য যারা ব্যায়ামাগারে যান, তারা ভোগান্তির শিকার হচ্ছেন বলে শিক্ষার্থীরা জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নতুন কিছু আধুনিক যন্ত্রপাতি ব্যায়ামাগারে নিয়ে আসা হয়েছে আমরা জানি। কিন্তু এটি সংস্কারের নামে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে। সংস্কার কাজ অনেক ধীর গতিতে হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম জাহিদ জাগো নিউজকে বলেন, আমি নিয়মিত ব্যায়ামাগারে যেতাম। কিন্তু দীর্ঘদিন ধরে এটি বন্ধ থাকায় আমি আর যেতে পারছি না।

সরেজমিনে দেখা যায়, জিমনেসিয়ামের দুটি গেটই তালাবদ্ধ রাখা হয়েছে। কোনো সংস্কার কাজও চলছে না। ভেতরে ব্যায়ামাগারের উপাদানগুলো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।

দর্শন বিভাগের আরেক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত শরীর চর্চার কোনো বিকল্প নেই। তবে দীর্ঘদিন ধরে আমাদের এই ব্যায়ামাগারটি বন্ধ থাকায় বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

RU
শরীরচর্চা শিক্ষা বিভাগের শিক্ষক পার্থ প্রতিম মল্লিক জাগো নিউজকে বলেন, এখানে নতুন কিছু আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। যন্ত্রগুলো বসানোর কাজও শেষ হয়েছে। কিন্তু ভবনটির কিছু সংস্কার কাজ এখনো বাকি। তাই সংস্কারের সময় এগুলো চালু রাখলে ধুলা-বালি ঢুকে যন্ত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে।

এ বিষয়ে শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের কারণে জিমনেসিয়ামের ব্যায়মাগার সংস্কার কাজ একটু ধীর গতিতে সম্পন্ন হয়েছে। এটা আগামী ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য উদ্বোধন করবেন বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. ছাদেকুল আরেফিন জাগো নিউজকে বলেন, এটির সংস্কার কাজ চলছে। যতো দ্রুত সম্ভব ব্যায়ামাগারটি খুলে দেয়া হবে।

রাশেদ রিন্টু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।