ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ২২৪ রান


প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৫ অক্টোবর ২০১৫

কলম্বো পি সারা ওভালে দুই দলের বোলাদের আধিপত্যে ব্যাটসম্যানদের করুণ দশা।আর সেই অবস্থার মধ্যে জয়ের জন্য সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ২৪৪ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩৭ রানে লিড পাওয়া শ্রীলঙ্কানদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গিয়েছে মাত্র ২০৬ রানে। জবাবে তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ২০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রান নিয়ে উইকেটে আছেন আরেক ওপেনার সাই হোপ।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে ২০৪ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন অনিয়মিত অফ স্পিনার ব্র্যাথওয়েইট। ২৯ রানে ৬ উইকেট নেন তিনি। ২ উইকেটে ৭৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কা দ্রুতই উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভাকে হারায়। ১০৫ বলে ৩২ রান করা সিলভা অভিষিক্ত জোমেল ওয়ারিক্যানের বাঁহাতি স্পিনে আউট হয়ে ফেরেন।
 
এর পর দিনেশ চান্দিমালকে জেরোম টেইলর বোল্ড করে ফেরানোর পর ঘূর্ণি জাদু দেখাতে শুরু করেন ব্র্যাথওয়েইট। একে একে তিনি তুলে নেন মিলিন্দা শিরিবর্ধনে, কুশল পেরেরা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, অ্যাঞ্জোলো ম্যাথিউস ও নুয়ান প্রদিপকে। শ্রীলঙ্কা তাদের শেষ চারটি উইকেট হারায় মাত্র ১১ রানে।
 
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এ ছাড়া দুটি করে উইকেট নেন ওয়ারিক্যান ও টেইলর। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ রান সংগ্রহ অধিনায়ক ম্যাথিউস। ১২০ বলে ৩টি চারে ৪৬ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন শিরিবর্ধনে।  
 
উল্লেখ্য, প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ২০০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১৬৩ রানে। দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।