নোয়াখালীতে বাসচাপায় গ্যারেজ মিস্ত্রি নিহত


প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৫ অক্টোবর ২০১৫

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় যাত্রীবাহী বাসচাপায় গ্যারেজ মিস্ত্রি মো. ওসমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার  দিকে পৌরসভার ঢাকা-নোয়াখালী সড়কের জহির গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের শাহ আলমের ছেলে। তিনি জহির গ্যারেজে গাড়ি মেরামতের কাজ করতেন।

স্থানীয়রা জানান, রাতে গ্যারেজ থেকে একটি সিএনজি অটোরিকশা মেরামতের পর পরীক্ষা করার জন্য গাড়িটি চালিয়ে প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন ওসমান। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওসমান নিহত হন। এসময় তার সঙ্গে অটোরিকশায় থাকা আরো দুজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হিমাচল বাসটি দ্রুত চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মিজানুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।