টেস্টে নয় হাজারি ক্লাবে প্রথম পাকিস্তানি ইউনিস


প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৫

প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে নয় হাজার রান পূর্ণ করলেন ইউনিস খান। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড সৃষ্টি করা ইউনিস শনিবার দুবাইতে চলমান ইংল্যান্ডের বিপক্ষে দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেন।

নিজের ১০৩তম টেস্টে ইংল্যান্ড লেগ স্পিনার ইয়াসির শাহর বলে সিঙ্গেলস নিয়ে নতুন এ মাইলফলক স্পর্শ করেন ইউনিস। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি, সর্বাধিক রান সংগ্রহকারী, একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি, এমন অনেক রেকর্ডই ইউনিসের দখলে।

দুবাই টেস্টে এদিন ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ গেছে ২৪২ রানে। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৩৭৮ রান। ফলে ১৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তানিরা। তবে দলীয় ১৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয়েছে তাদের।

দলকে বিপদ মুক্ত করতে এ সময় শক্ত হাতেই ব্যাট ধরেছেন ইউনিস। দেখা পেয়েছেন ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরির। সেই সঙ্গে একমাত্র পাকিস্তানি হিসেবে নিজের নাম লিখে নিয়েছেন টেস্টে নয় হাজারি ক্লাবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।