ভারতের মাটি বাংলাদেশবিরোধী তৎপরতার জন্য নয়


প্রকাশিত: ০২:০৩ পিএম, ০২ নভেম্বর ২০১৪

ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কোনও তৎপরতা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন হাইকমিশনার পঙ্কজ শরণ। রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের এই হাইকমিশনার।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও উপস্থিত ছিলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক স্বার্থেই ভারত-বাংলাদেশ সম্পর্ক অব্যাহত থাকবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি) ৫০ বছর পূর্তি এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) ডে উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।