বেনাপোলে কাকাতুয়া পাখি আটক


প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালীর বারপোতা সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ১০টি কাকাতুয়া পাখি আটক করেছে বিজিবি। ভারত থেকে পাচার হয়ে আসা এসব পাখি শনিবার বিকেলে আটক করা হয়।

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, বিকালে ভারত থেকে একটি পাখির চালান প্রবেশ করছে জানতে পারে বিজিবি। পরে পুটখালী সীমান্তের বারপোতা এলাকা থেকে ১০টি কাকাতুয়া পাখি উদ্ধার করা হয়। কথা বলা এ কাকাতুয়া পাখির মূল্য দুই লাখ টাকা করে। যার মোট দাম ২০ লাখ টাকা বলে জানান তিনি।

আটক পাখিগুলো বেনাপোল বন্যপ্রাণী সংরক্ষণ জুনিয়র কর্মকর্তা বায়োজিত হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

জামাল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।