নোয়াখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী জাকির অস্ত্রসহ গ্রেফতার


প্রকাশিত: ১২:১২ পিএম, ২৪ অক্টোবর ২০১৫

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে একটি পিস্তল, পাঁচটি এলজি, আট রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুর্ধর্ষ সন্ত্রাসী জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর ক্যাম্পে র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল মো. আনোয়ার লতিফ খাঁন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

র‌্যাব লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানীর অধিনায়ক আলেপ উদ্দিনের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার হাসানপুর গ্রামের মৃত রফিক উল্ল্যা মিস্ত্রির ছেলে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, গ্রেফতারকৃত জাকির দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বসতঘর থেকে একটি পিস্তল, পাঁচটি এলজি, আটটি রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।