মেহেরপুরে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ


প্রকাশিত: ১১:০৬ এএম, ২৪ অক্টোবর ২০১৫

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা এবং বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি আকতার হোসেন রিন্টুর ব্যক্তিগত দ্বন্দের কারণে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়ন এ ঘোষণা দেন।

এদিকে, মালিক সমিতিকে না জানিয়ে মটর শ্রমিক ইউনিয়নের একক সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ করে দেয়ার কারণ না জানা পর্যন্ত মালিক সমিতিও বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি আকতার হোসেন রিন্টু জানান, রাস্তায় গাড়ি চালানের জন্য মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনার সঙ্গে কথা বললে তিনি চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তার সঙ্গে দ্বন্দ্ব হয়।

এ ব্যাপারে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

অন্যদিকে, দুপুর থেকে মেহেরপুর থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মুজিবনগরের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ করে ধর্মঘটের ডাক দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষেরা।

আতিকুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।