দল পেয়েছেন অলক কাপালি


প্রকাশিত: ১০:৫১ এএম, ২৪ অক্টোবর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বৃহস্পতিবার প্লেয়ার্স ড্রাফটে ১৩০ স্থানীয় ক্রিকেটারের মধ্যে থেকেও দল পাননি অলক কাপালি। তবে ওই রাতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার প্রস্তাব দিয়েছেন দলটির কোচ সালাহউদ্দিন। মিডল অর্ডারে শক্তি বাড়াতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের অফার পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই তারকা।

দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত অলক কাপালি বলেন, সত্যি হতাশ হয়ে পড়েছিলাম। গত মৌসুমে ডাবল সেঞ্চুরি করেছি। সেঞ্চুরিও ছিল। তাই আশা করছিলাম কোনো দল ডাকবে। অনেক আশা করেছিলাম লটারি পর্বে আমাকে হয়তো কোনো দল নিবে। কিন্তু যখন নিল না তখন খুবই হতাশ হয়েছি। পরে বৃহস্পতিবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন আমাকে তার দলে খেলার জন্য প্রস্তাব দেন। আমি সালাহউদিন ভাইকে বলেছি যে, তাদের দলে খেলতে আমার কোনো আপত্তি নেই।

২০০৮ সালে ভারতের বিদ্রোহী ক্রিকেট লীগ আইসিএল টি-টোয়েন্টিতে ঢাকা ওরিয়র্সের দুর্দান্ত পারফর্ম করেছিলেন অলক কাপালী। এরপর বিসিবির নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএল’র আগের দুটি আসরে যথেষ্ট কদর ছিল তার।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।