যশোরে প্রতিমাবাহী ট্রাকচাপায় নিহত ১


প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

যশোরে বিসর্জন অনুষ্ঠানে গিয়ে প্রতিমাবাহী ট্রাকের চাপায় অমিয় ঘটক নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের লালদীঘি পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমিয় ঘটক নড়াইল সদর উপজেলার মিতনা গ্রামের কৃষ্ণপদ ঘটকের ছেলে। আহতরা হলেন, একই গ্রামে বাবুরাম ঘটকের ছেলে বিদ্যুৎ ঘটক, জগদীশ ঘটকের ছেলে অনিমেষ ঘটক ও যশোর শহরতলীর ঝুমঝুরপুর এলাকার আরমান হোসেন। এরমধ্যে আরমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর দু’জনকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের লালদীঘিতে শুক্রবার সন্ধ্যা থেকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিসর্জন দেখার জন্য পুকুর পাড়ে কয়েক হাজার মানুষের সমাগম হয়। সেখানে নেচে-গেয়ে ভক্তরা প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উপভোগ করছিলেন। রাত সাড়ে আটটার দিকে প্রতিমা নিয়ে ঢাকা মেট্রো-ট ১৬-৪৯১৬ নম্বরের একটি ট্রাক লালদীঘি পাড়ের সড়কে প্রবেশ করে।

এ সময় ট্রাকের ধাক্কায় ও নিচে পড়ে চারজন আহত হন। তাদেরকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে ট্রাকের নিচে পড়া বিদ্যুৎ ঘটক ও অমিয় ঘটকের অবস্থা আশঙ্কাজনক ছিল। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অমিয় ঘটকের মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, আরমান বিসর্জন অনুষ্ঠান দেখতে এসেছিলেন। অপর তিনজন বিসর্জন দিতে এসে মদ্যপ অবস্থায় নাচানাচি করার সময় দিশেহারা হয়ে পড়েন। ট্রাকের চালক সুবলও মদ্যপ ছিলেন। তিনি ট্রাক দিয়ে তাদের ধাক্কা দেন। এসময় বিদ্যুৎ ঘটক ও অমিয় ঘটক ট্রাকর নিচে পড়েন। অপর দুইজন পাশে পড়েন।

মিলন রহমান/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।