সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল ঢাকা মোহামেডান


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মোহামেডান। সলিড এসসিকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল দলটি।

শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় মোহামেডান। মুহুর্মুহু আক্রমণে কোণঠাসা করে ফেলে শ্রীলঙ্কার দলটিকে। সে ধারায় খেলায় প্রথমার্ধেই সলিডের জালে চার গোল দেয় জসিমউদ্দিন জোসির দল।

১০ মিনিটে ফয়সালের গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মাশুক মিয়া জনি। এর ছয় মিনিট পরেই দলের হয়ে তৃতীয় গোলটি করেন মোহামেডান অধিনায়ক অরূপ কুমার বৈদ্য। ৩২ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের গোলে ব্যবধান ৪-০ করে মোহামেডান।  

প্রথমার্ধের যোগ করা সময়ে সলিডের একমাত্র গোলটি আসে। পিএন প্রিয়াঙ্কারার লম্বা পাস থেকে বল ধরে ব্যবধান কমান এ ওলায়েমি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সালের কর্নার থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করে মোহামেডানের ব্যবধান বাড়ান লামিনে কামারা। ৭৫ মিনিটে দলের হয়ে শেষ পেরেকটি ঠুকে দেন তৌহিদুল আলম সবুজ। ফলে সলিডের ঘুরে দাঁড়ানোর আশা কার্যত শেষ হয়ে যায় তাদের।

এই জয়ে ‘এ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে আপাতত শীর্ষে উঠে এসেছে মোহামেডান।

আরটি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।