কোটালীপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৩ অক্টোবর ২০১৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সেবা প্রদান করা হয়।

উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সেবা অনুষ্ঠানের উদ্বোধন করেন। কা

ন্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি প্রশান্ত অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল, কোটালীপাড়ার পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী রাণী সরকার, কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ, অ্যাডভোকেট খান চমন-ই-এলাহী, সংগঠনের সাবেক সভাপতি সন্দীপ হালদার, সাধারণ সম্পাদক মনোজিৎ বৈদ্য প্রমুখ বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে এলাকার সহস্রাধিক দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ  করা হয়।

এস এস হুমায়ূন কবীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।