বিদেশি হত্যায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে : হানিফ


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২২ অক্টোবর ২০১৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, `দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপির কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পূর্ণ তদন্তের পর যত শীর্ষ পর্যায়ের নেতাই হোক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।`

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই হত্যাকাণ্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিএনপি জামায়াতের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায়। আর এ পরিকল্পনা যদি বিদেশিরা টের পায় তবে তারা আতঙ্কিত হবে এটাই স্বাভাবিক। আমরা আশ্বস্ত করছি বিএনপি-জামায়াত এ ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না। আর কোনো হত্যাকাণ্ড ঘটাতে পারবে না।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।