মাটিরাঙায় মাদকসহ ছাত্রদল-ছাত্রলীগের ৪ নেতা আটক


প্রকাশিত: ০৮:১২ এএম, ২২ অক্টোবর ২০১৫

মাটিরাঙায় ইয়াবা-হেরোইনসহ ছাত্রদল-ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙা বাজারের একটি বাসায় ইয়াবা সেবনকালে তাদের আটক করে।

এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই বাসায় তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ও ৫১ পুড়িয়া হিরোইনসহ নগদ টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রাতে মাটিরাঙা থানায় সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদকালে আটকরা মাটিরাঙায় ইয়াবা ও হেরোইন সরবরাহ করার কথা স্বীকার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আটকরা হলেন, মাতাব্বরপাড়ার মো. জয়নাল আবেদীনের ছেলে মাটিরাঙা পৌর ছাত্রদল নেতা মো. রিপন, কাজীপাড়ার আবদুল মুনাফের ছেলে ছাত্রলীগ নেতা মো. ইউসুফ মিয়া, মুসলিমপাড়ার আবদুল খালেকের ছেলে ছাত্রলীগ নেতা সোহেল আফজাল বাবু ও বাবু পাড়ার ছাত্রলীগ নেতা নুনু মারমা।

মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটকদের বিরুদ্ধে মাটিরাঙা থানার এএসআই মহসীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১(ক)/ ১৯(১) এর ৯ (ক)/২৬ ধারায় মামলা দায়ের করেছেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।