পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড


প্রকাশিত: ০৪:১৬ এএম, ২২ অক্টোবর ২০১৫

চ্যাম্পিয়ন্স লিগে আবারো হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। রাশিয়ার সিএসকেএ মস্কোর মাঠ থেকে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ডি-বক্সে মার্সিয়ালের হাতে বল লাগলে পেনাল্টি পায় মস্কো। ফিনল্যান্ডের মিডফিল্ডার রোমান এরেমেঙ্কোর স্পটকিক অবশ্য দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছিলেন ইউনাইটেড গোলরক্ষক। কিন্তু ফিরতি শটে বল জালে জড়ান স্ট্রাইকার দুম্বিয়া।
 
প্রতি-আক্রমণে সমতায় ফিরতে পারত ইউনাইটেড। কিন্তু বল জালে জড়াতে পারেননি ওয়েইন রুনি। তিন মিনিট পর লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে আবারও সমর্থকদের হতাশ করেন এই ইংলিশ স্ট্রাইকার।
 
বিরতির পর ৬০তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে আবারও গোলের সুযোগ নষ্ট করেন রুনি। চার মিনিট পরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইউনাইটেড। আন্তোনিও ভালেন্সিয়ার ক্রসে ১২ গজ দূর থেকে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান এই মৌসুমেই ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়া ফরাসি খেলোয়াড় মার্সিয়াল।
 
এই ড্রয়ের পর দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট হলো ৪।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।