মহাঅষ্টমীতে নওগাঁয় ছিল উপচেপড়া ভিড়


প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২১ অক্টোবর ২০১৫

শারদীয় দুর্গাপূজার উৎসবে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছে বিভিন্ন পূজামণ্ডপে। ধর্ম-বর্ণ ভুলে উৎসবের আনন্দে মেতেছে সব শ্রেণির মানুষ। নওগাঁর সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বুধবার সকালে মহাঅষ্টমীতে কুমারী পূজার মধ্য পূজা শুরু হয়। পুরোহিতের মন্ত্রের ফাঁকে ফাঁকে উলুধ্বনি আর ঢাকঢোল কাঁশর ও শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।

সকাল থেকেই প্রতিমা দেখতে মণ্ডপে ভিড় করেছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। দুর্গাপূজাকে ঘিরে নওগাঁ আলুপট্টি পূজামণ্ডপের পাশে বসেছে ছোটখাটো মেলা। যেখানে রয়েছে হরেক রকম খেলনা ও মিষ্টান্নের দোকান।

সন্ধ্যা নামলে রাস্তা ও মণ্ডপগুলোতে নানা রঙের আলোর রোশনাই চোখে পড়ে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিভিন্ন পূজা কমিটির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে করা হয়েছে আড়ম্বরপূর্ণ তোরণ।

শহরের কেন্দ্রীয় পূজামণ্ডপ বুড়িমাতা কালিমন্দির, পার নওগাঁ বারোয়ারি আলুপট্টি পূজামণ্ডপ, পার নওগাঁ শিব মন্দির ও ইকরতাড়া মণ্ডপগুলোতে রাত ১১টা পর্যন্ত ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে বিভিন্ন অনুভূতি।

"
রাণীনগর উপজেলা সুনীল চন্দ্র পরিবারসহ সকাল থেকে প্রায় ৩০টি মণ্ডপে প্রতিমা দেখেছেন। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখতে বেশি আনন্দ পাওয়া যায় বলে জানান।

কালিতলার বাসিন্দা মিলন জানান, সন্ধা থেকে শহরের মধ্যে পাঁচটি প্রতিমা দেখেছেন। সুন্দরভাবে মণ্ডপগুলো আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। নওগাঁ সরকারি কলেজ ছাত্র চন্দন জানান, বিকেল থেকে ৮টি প্রতিমা দেখেছেন।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ সাহা জানান, অন্যবারের মতো এবার নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। এবার শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আব্বাস আলী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।