হার দিয়ে শুরু ঢাকা মোহামেডানের


প্রকাশিত: ০৬:০১ পিএম, ২১ অক্টোবর ২০১৫

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে হার দিয়ে শুরু করেছে ঢাকা মোহামেডান। বুধবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের স্পিন ঘার বাজানের বিপক্ষে ০-১ গোলে হেরে গেছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের এ খেলায় গোলের সুযোগ বেশি তৈরি করেও আফগানিস্তানের দলটির কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে মোহামেডান। ডিফেন্ডার ইওন্টা মিচেলের ৩৩তম মিনিটে করা ভুলের সুযোগ কাজে লাগান বাজানের আনোয়ার আকবরি।

শেষ পর্যন্ত এই এক গোলেই শেষ হয় খেলা। তবে প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মোহামেডান। দূর থেকে করা মোবারক হোসেনের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান বাজানের গোলরক্ষক।

শেষের দিকে সমতায় ফিরতে মরিয়া আক্রমণ চালায় মোহামেডান। অতিরিক্ত সময়ে মালেকের কাট ব্যাকে জীবন পা ছোঁয়ালেই সমতায় ফিরতে পারতো দলটি; কিন্তু জাতীয় দলের এই ফরোয়ার্ড সুযোগটি নষ্ট করেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আফগানরা।

শনিবার ঢাকা মোহামেডান দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সলিড এফসির বিপক্ষে আর স্পিন ঘার বাজান খেলবে কলকাতা মোহামেডানের বিরুদ্ধে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।