তিন দিনের ছুটি : কক্সবাজারের পথে হাজারো মানুষ


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২১ অক্টোবর ২০১৫

তিন দিনের ছুটিতে রাজধানী ছেড়ে যাচ্ছে পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে হাজারো ভ্রমণ পিপাসু মানুষ। বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা, মাঝে শুক্রবার সরকারি ও শনিবার পবিত্র আশুরার ছুটি। ঈদ ছাড়া এমন টানা তিন দিনের ছুটি দুষ্কর মনে করে অনেকেই সপরিবারে যাচ্ছেন অবকাশ যাপনে।

কক্সবাজার প্রতিনিধি সাঈদ আলমগীর জানান- শারদীয় দুর্গাপূজা ও পর্যটন মৌসুমকে সামনে রেখে কক্সবাজারকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে। হোটেল মোটেলগুলোও ভরে গেছে কানায় কানায়। আগে থেকেই বুকিং হয়ে গিয়েছিল কক্সবাজারের বেশির ভাগ হোটেল।

পর্যটকদের বরণ করতে কক্সবাজারের বিপণী বিতানগুলো সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। ছোট ছোট দোকানে রাখাইন তরুণীরা বিভিন্ন বার্মিজ সামগ্রীর পসরা নিয়ে আগে ভাগেই বসে গেছেন। এছাড়া ট্যুরিজম ব্যবসায়ীরা পর্যটকদের আনন্দ দিতে সকল ধরনের আয়োজন ইতোমধ্যে করে রেখেছেন।

এদিকে বুধবার ছিল তিন দিনের ছুটির আগের শেষ কর্মদিবস। বিকেলে অফিস পাড়া ছিল অনেকটাই ফাঁকা। অবকাশ যাপনের উদ্দেশ্যে সন্ধ্যার পর কক্সবাজারগামী বিলাসবহুল বাসে চড়েছেন অনেকেই। যে কারণে বুধবার সন্ধ্যার পর থেকে রাজধানীতে মানুষের ভিড় ও যানজট ছিল লক্ষ্যণীয়।

আরএম/এসএইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।