কর্মসংস্থান নিশ্চিতে প্রয়োজন আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২১ অক্টোবর ২০১৫

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক উন্নয়ন করলে দেশে প্রতি বছর ২০ লাখ তরুণের কর্মসংস্থান সম্ভব বলে জানিয়েছে উন্নয়ন দাতা সংস্থা বিশ্ব ব্যাংক। বুধবার রাজধানীর একটি হোটেলে টুওয়ার্ড নিউ সোর্সেস অব কমপিটেটিভনেস ইন বাংলাদেশ- কী ফাইনডিং অব দ্য ডায়াগনিস্টিক ট্রেড ইনট্রিগ্রেটেড স্টাডির রিপোর্টে এ তথ্য জানিয়েছে বিশ্ব ব্যাংক।

রিপোর্টে বলা হয়েছে, সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়াতে পারলে কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৫ দশমিক ৬ শতাংশ। যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় কম।

তবে বিশ্বব্যাংক মনে করে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের প্রচুর সম্ভবনা রয়েছে। এক্ষেত্রে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ আকৃষ্ট করতে ভূমি ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। বিশেষ করে চট্টগ্রাম পোর্ট, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড, কাস্টম ক্লিয়ারেন্স সুবিধা নিশ্চিত করা।

বিশ্ব ব্যাংকের রিপোর্টে উঠে এসেছে- ১৯৯৫ থেকে ২০১২ সাল এই ১৭ বছরে বিশ্ব বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি দ্বিগুন বেড়েছে। চীনের তৈরি পোশাক খাতের ২০ শতাংশ বাজার যদি দখল করতে পারে তাহলে বাংলাদেশের রফতানি আয় দ্বিগুন হবে।

বাণিজ্য উন্নয়নে রিপোর্টে চারটি পিলারের কথা বলা হয়েছে। এগুলো হলো- নতুন মার্কেটে যাওয়া, নতুন পণ্য উপযোগিতা সৃষ্টি করা, শ্রমিক ও ভোক্তার কল্যাণে কাজ করা, মুদ্রা ও সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন করা।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়াও বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, বিশ্ব ব্যাংকের লিড ইকোনমিস্ট সঞ্চয় কাথুরিয়া, এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

এসআই/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।