হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাবেক হকি খেলোয়াড়ের মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৫ জুন ২০২০

সাবেক হকি খেলোয়াড়, সংগঠক, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সদস্য, আম্পায়ার এবং ওয়ারি ক্লাবের হকি সম্পাদক হাসান উদ্দিন আহমেদ শিমুল বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাত্র ৫৬ বছর বয়সে শিমুলের এ চলে যাওয়ায় হকি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। হকির বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকায় সবার প্রিয়মুখ ছিলেন শিমুল। হকি অঙ্গনের একাধিক সূত্র জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে হাসান আহমেদ শিমুল স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। শিমুলের বাসা পুরান ঢাকার মাহুতটুলিতে। সেখানেই বৃহস্পতিবার সন্ধ্যায় সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন দেশের হকি অঙ্গনের পরিচিত এই সংগঠক।

শিমুলের আকস্মিক মৃত্যুতে তার এক সময়ের খেলার সাথী, সহকর্মীরা শোকে ভেঙে পড়েছেন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

আরআই/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।