ভারতের ম্যাচে দু’জন ভারতীয় আম্পায়ার


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২১ অক্টোবর ২০১৫

শিবসেনার আন্দোলনের মুখে ভারতে চলমান দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার ওয়ানডে সিরিজের আম্পায়ারের দায়িত্ব থেকে আলিম দারকে সরিয়ে নিয়েছে আইসিসি। এবার তার জায়গায় এসেছেন ভারতীয় আম্পায়ার সুন্দরম রবি। অর্থাৎ ভারতের মাঠে, ভারতের ম্যাচে দুজন আম্পায়ারই ভারতীয়।

সাধারণত দ্বিপাক্ষিক সিরিজে একজন স্বাগতিক দেশের আম্পায়ারের সঙ্গে একজন নিরপেক্ষ দেশের আম্পায়ার রাখতে হয়। কিন্তু এক্ষেত্রে আইসিসি জানায়, ব্যস্ত সূচির কারণেই দুজনই ভারতীয় আম্পায়ার রাখা হয়েছে।

এর সবকিছুই ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির বৈঠককে কেন্দ্র করে। সোমবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, শিব সেনার চাপে পন্ড হয় শাহরিয়ার খান ও শশাঙ্ক মনোহরের বৈঠক। পরের দিনই বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটিও বাতিল করা হয়।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।