ড্র হলো ঢাকা মেট্রো-রংপুরের ম্যাচ


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২০ অক্টোবর ২০১৫

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোর নিষ্প্রাণ ম্যাচটি ড্র হয়েছে। ঢাকা মেট্রোর মেহরাব হোসেন জুনিয়রের শতক এবং মাহমুদউল্লাহর অর্ধশতকে ব্যাটিংয়ে বড় লিড পেলেও ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।

মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। এদিন মাত্র চার রান যোগ করেই সাজঘরে ফেরেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ। ৭৬ বলে ৫২ রান করেন এই ব্যাটসম্যান। এরপর মার্শাল আউয়্যুব করেন ৩৪ রান। শেষ দিকে আসিফ আহমেদ ৭৭ রান করেন।

শেষ পর্যন্ত সাত উইকেটে ৩৫২ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। মজার ব্যপার এদিন ঢাকা মেট্রো ১১ জন খেলোয়াড়ই বোলিং করেন। তবে ৭৩ রানে তিন উইকেট নিয়ে দিনের সেরা বোলার নির্বাচিত হন তানভীর হায়দার।
২৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দিন শেষে তিন উইকেটে ৭২ রান করে রংপুর বিভাগ। আরিফুল হক সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন।

ঢাকা মেট্রোর পক্ষে আসিফ হাসান ৩২ রানে দুটি উইকেট পান। এছাড়া শামসুর রহামান নেন একটি উইকেট।
ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে ২৪২ রান করে অলআউট হয়ে যায়। রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে ২৯৯ রান।

আরটি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।