পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২০ অক্টোবর ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমান। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টির দর বেড়েছে, কমেছে ১০৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৬৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৯ লাখ টাকা।

এসআই/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।