দিনে আড়াই কেজি মরিচ খেয়েও বেঁচে আছেন লি


প্রকাশিত: ১০:২৬ এএম, ২০ অক্টোবর ২০১৫

কত অদ্ভূত কাণ্ডই না করে বসছে মানুষ। দিন-রাত, সকাল-দুপুর সব সময় কখনো গুঁড়া, কখনো কাঁচা, কখনো আবার সিদ্ধ মরিচ খেয়ে `চিলি কিং` নামে সবার কাছে পরিচিতি পেয়েছেন তিনি। শুধু কি তাই, সারাদিনে তিনি আড়াই কেজি মরিচ খেয়ে দিব্যি সুস্থ্য থাকছেন। পরিচিতি পেয়েছেন `চিলি কিং` নামে।

`চিলি কিং` নামে পরিচিত ওই ব্যক্তির আসল নাম লি ইয়ংঝাই। বাড়ি চীনের হিনান প্রদেশে। প্রতিদিন আড়াই কেজি মরিচ না খেলে ঘুম আসে না তার। নিজের বাড়ির উঠানে শখ করে লাগিয়েছেন ৮টি ভিন্ন প্রজাতির মরিচের গাছ। সেই ছোটবেলা থেকেই তার এই অভ্যাস বলে জানিয়েছেন লি।

Li-Yongzhi
মাছ, ডিম, কিংবা মাংস খাওয়া ছাড়া চলতে পারেন লি কিন্তু মরিচ ছাড়া নাকি তা সম্ভবই নয়। এজন্য দিনে আড়াই কেজি মরিচ খান তিনি। সকালে ঘুম থেকে উঠে মানুষ যখন দাঁত ব্রাশ করতে ব্যস্ত সেই সময় তিনি বসেন যান মরিচের প্লেট নিয়ে।

তবে মজার কথা হচ্ছে, গত ৮ বছরে `চিলি কিং`য়ের কোনো ছোট-বড় রোগ হয়নি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।