দল থেকে বহিষ্কৃত ম্যাক্সওয়েল


প্রকাশিত: ০৫:১৫ এএম, ২০ অক্টোবর ২০১৫

অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগ ভিক্টোরিয়া বুশরেঞ্জার্সের হয়ে ম্যাটাডোর কাপে খেলছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। এবার টিম রুলস না মানায় ভিক্টোরিয়া বুশরেঞ্জার্সের কোচ ডেভিড সাকের ম্যাটাডোর কাপের পরবর্তী ম্যাচের জন্য দল থেকে বহিষ্কার করেছেন টি-টোয়েন্টির এই  ধুমধাড়াক্কা ব্যাটসম্যানকে।  

ম্যাটাডোর কাপে শুক্রবার ম্যাক্সওয়েলের দল ভিক্টোরিয়া বুশরেঞ্জার্স তাসমানিয়ার বিরুদ্ধে নর্থ সিডনি ওভালে ফাইনাল এলিমিনেটরে মুখোমুখি হবে। ফাইনালে উঠতে হলে তাসমানিয়ার বিপক্ষে ভিক্টোরিয়াকে জিততেই হবে। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচেও কোচ ডেভিড সাকের ম্যাক্সওয়েলকে কোনো রূপ ছাড় দিতে নারাজ।

বুশরেঞ্জার্সের কোচ ডেভিড বলেন, আমি এবং দলের সবাই গ্লেনের উপর হতাশ কেননা সে সকালের রিকভারি সেশন মিস করেছে। আমাদের আশা ছিলো গ্লেন আসবে এবং দলের জৈষ্ঠ্য খেলোয়াড় হিসেবে সবাইকে নেতৃত্ব দিবেন।

তিনি আরো বলেন, আর এই না আসার কারণেই গ্লেন তাসমানিয়ার বিপক্ষে পরের ম্যাচে খেলবে না।

এক ম্যাচের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত মেনে নিয়ে ম্যাক্সওয়েল বলেন, আমি জানি আমি টিম রুলস ভেঙ্গেছি এবং এর ফলাফল আমি মেনে নিচ্ছি।

ম্যাক্সওয়েল আরো বলেন, আমি খেলাটি মিস করে ব্যপক হতাশ। কিন্তু আমি অবশ্যই সব ধরণের চেষ্টা ও সহযোগিতা করবো যাতে দল ম্যাটাডোর কাপ জিততে পারে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।