আলিম দারকে সরিয়ে নিলো আইসিসি


প্রকাশিত: ০৩:৪০ এএম, ২০ অক্টোবর ২০১৫

শিবসেনার আন্দোলনের মুখে ভারতে চলমান দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার ওয়ানডে সিরিজের আম্পায়ারের দায়িত্ব থেকে আলিম দারকে সরিয়ে নিলো আইসিসি। কট্টরপন্থী রাজনৈতিক দল শিবসেনা সতর্ক করেছে, পাকিস্তানি এই আম্পায়ারকে ভারতে আর একটি ম্যাচও পরিচালনা করতে দেবে না। এর পরপরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

আইসিসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, `বর্তমান পরিস্থিতিতে আলিম দার তার সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করতে পারবেন , এমনটা আশা করা অযৌক্তিক। এ কারণে তাকে সরিয়ে নেওয়া হচ্ছে। তার পরিবর্তে কে দায়িত্ব পাবেন, তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে।`

সোমবার মুম্বাইয়ে অবস্থিতো বিসিসিআইয়ের কার্যালয়ে জোর করে ঢুকে পড়ে শিবসেনা কর্মীরা। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বিসিসিআই সভাপতির বৈঠক হওয়ার কথা ছিলো। তবে আন্দোলনের মুখে পন্ড হয় বৈঠক। এমনকি মঙ্গলবারে অনুষ্ঠিতব্য বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে পিসিবি সভাপতি শাহনেওয়াজ খানের বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুরাগ ঠাকুর নিজেই বাতিল ঘোষণা করেছেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।