আবারো অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত স্যামুয়েলস


প্রকাশিত: ০৩:২৬ এএম, ২০ অক্টোবর ২০১৫

ক্যারিয়ারে তৃতীয়বারের মত অবৈধ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার মারলন স্যামুয়েলস। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ২০০৮ ও ২০১৩ সালে একই কারণে অভিযুক্ত হয়েছিলেন ৩৪ বছর বয়সী স্যামুয়েলস।

নতুন করে শ্রীলংকার বিপক্ষে গলে প্রথম টেস্টে তার বোলিং এ্যাকশন নিয়ে অভিযোগ উত্থাপিত হয়। এক বিবৃবিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা এই তথ্য দিয়েছে। নিয়মানুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে এই অফ-স্পিনারকে পরীক্ষার টেবিলে বসতে হবে। তবে ফলাফলের আগ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন।

২০০০ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া স্যামুয়েলস প্রথমবার ২০০৮ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে অবৈধ বোলিংয়ের ফাঁদে পড়েন। নিজের বোলিং এ্যাকশন শুধরে ২০১১ সালে আবারো তিনি বোলিংয়ে ফিরে আসেন। এরপর ২০১৩ সালের মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আবারো তার বোলিং নিয়ে প্রশ্ন উঠে। ঐ সময় তাকে কুইকার ডেলিভারি থেকে নিষিদ্ধ করা হয়।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।