না.গঞ্জে চাঞ্চল্যকর ২৬টি মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ
নারায়ণগঞ্জে সাত খুনসহ চাঞ্চল্যকর ও লোমহর্ষক হিসেবে মনিটরিং সেলে অন্তর্ভুক্ত হওয়া ২৬টি মামলার দ্রুত নিষ্পত্তি করতে রাষ্ট্রীয় আইন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাগিদ দেয়া হয়েছে। এছাড়া চাঞ্চল্যকর চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ২০ জন নিহত ও মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলা উল্লেখযোগ্য।
সোমবার দুপুরে চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা নিষ্পত্তি সংক্রান্ত নারায়ণগঞ্জ জেলা মনিটরিং সভায় এ তাগিদ দেয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি কে এম ফজলুর রহমান, কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমানসহ কমিটির সদস্যরা।
অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, দেশের আলোচিত ও নৃশংসতম নারায়ণগঞ্জের সাত খুন, চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে ভয়াবহ বোমা হামলায় ২০ জন নিহত, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী, তরুণ নাট্যকার চঞ্চল, ছাত্রলীগ নেতা মিঠু, সিদ্ধিরগঞ্জে পুলিশ কনস্টেবল মফিজ, সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর ফোর মার্ডার, স্কুলছাত্র জাহিদুল ইসলাম, মাদ্রাসাছাত্র সোয়াইব, আড়াইহাজারের যুবলীগ কর্মী আমজাদ হত্যা মামলা, সোনারগাঁয়ে বাসে গার্মেন্ট কর্মী গণধর্ষণসহ মোট ২৬টি মামলা অদ্যাবধি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হিসেবে মনিটরিং সেলে অর্ন্তভুক্ত করা হয়েছে।
যার মধ্যে ১৪টি তদন্তাধীন ও ১২টি বিচারাধীন রয়েছে। ত্বকী হত্যাসহ যে সকল মামলার চার্জশিট অদ্যাবধি প্রদান করা হয়নি সেগুলোর চার্জশিট দ্রুত প্রদানের বিষয়ে তদন্তকারী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় পিকআপে পেট্রলবোমা হামলায় চালক নিহত ও পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনা, সোনারগাঁয়ে বাসে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলাটি মনিটরিং সেলে অন্তর্ভুক্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অতিরিক্ত পিপি আরো জানান, মনিটরিং সেলের কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক। কমিটির তৎপরতায় এ সেলের তালিকাভুক্ত মামলা সমূহের রায়ে বিগত চার বছরে ৬০ জন আসামিকে ফাঁসি ও যাবজ্জীবনসহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছে।
শাহাদাৎ হোসেন/পিআর