গুমের আড়াই বছর পর নারী ও শিশু উদ্ধার


প্রকাশিত: ০১:০০ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

রংপুরের কাউনিয়া থেকে গুম হওয়ার আড়াই বছর পর এক নারী ও শিশুকে উদ্ধার করেছে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার নারায়ণগঞ্জ থেকে তাদের উদ্ধার করা হয়।

রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে পিবিআই পুলিশ সুপার হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে জানান, ২০১৩ সালের ৪ মার্চ কাউনিয়া উপজেলার বাবার বাসা থেকে মাহফুজা বেগম ও তার শিশু কন্যা জেরিনকে নারী নির্যাতনের মামলা দায়ের করার কারণে স্বামী মনিরুজ্জামান ও অন্যান্যরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মাহফুজার ভাই জহুরুল হক বোনকে হত্যা করে অজ্ঞাত স্থানে গুম করার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।

পরে মামলাটি আমলে নিয়ে আদালত রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পাঠালে পিবিআইয়ের গোয়েন্দা তৎপরতা ও অভিযানে শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গাউসিয়া এলাকার পরিত্যক্ত মাঠ থেকে মাহফুজা ও জেরিনকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালামসহ অন্যান্য পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

জিতু কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।