সাংহাই ওপেনের শিরোপা জোকোভিচের
চলতি মৌসুমে পুরুষ এককে টেনিস কোর্টে একক ভাবেই রাজত্ব করেছেন নোভাক জোকোভিচ। রোববার চীনে অনুষ্ঠিত সাংহাই মাস্টার্সের ফাইনালে ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে হারিয়ে তৃতীয়বারের মত সাংহাই ওপেনের শিরোপা জিতলেন সার্বিয়ান নোভাক জোকোভিচ।
এ নিয়ে চলতি বছরের নবম খেতাবও জেতা হয়ে গেল বিশ্বের এক নম্বার টেনিস তারকার। এরই মধ্যে তিনটি গ্র্যান্ডস্লাম জিতেছেন জোকো। উড়তে থাকা জোকো সাংহাই ওপেনেও শুরু থেকেই খেলেছেন দুর্দান্ত। ফাইনালেও তার কাছে পাত্তাই পাননি সোঙ্গা।
প্রথম সেটটি ৬-২ গেমে জিতে নেন জোকোভিচ। পরের সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা হলেও শেষ পর্যন্ত ৬-৪ গেমের জয়ে জোকোভিচের শিরোপা নিশ্চিত হয়। আশ্চর্যজনক হলেও সত্যি যে, এ টুর্নামেন্টে একটি সেটেও হারেননি জোকোভিচ।
এমআর/এমএস