রাগবিতে চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৫

ফিজি ফ্রেন্ডশীপ কাপ স্কুল রাগবি প্রতিযোগিতার ফাইনালে মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচে ৩৬-০৯ পয়েন্টে সেন্ট গ্রেগরী হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।  
রোববার বিকেল ৪ টায় পল্টন ময়দান মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকাল সোয়া ৩ টায় আগারগাঁও তালতলা সরকারী কলোনী উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ ২৯-০০ পয়েন্টে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত তৃতীয় স্থান অর্জন করে।

এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড় মো. সাকিল।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্টীয় পুরস্কার প্রাপ্ত কাবাডি খেলোয়াড় ও প্রশিক্ষক মো. আব্দুল জলিল। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, টূর্নামেন্ট কমিটির সম্পাদক রাশিদুজ্জামান সেরনিয়াবাত, ফেডারেশনের সদস্য দীন ইসলাম, পারভীন পুতুল এবং মো. সিরাজুল ইসলাম।

আরটি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।