আইপিএলে থাকছে চেন্নাই ও রাজস্থান


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৮ অক্টোবর ২০১৫

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভাগ্য নির্ধারণ হলো চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছে, রাজস্থান এবং সিএসকে আইপিএল থেকে পুরোপুরি বাতিল করা হবে না। রোববার বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালে আবার  আইপিএলে অংশগ্রহণ করতে পারবে দল দুটি।

ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত চেন্নাই ও রাজস্থানকে দু’বছরের জন্য নির্বাসিত করে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি। আগামী দু’বছর অর্থাৎ ২০১৬ এবং ২০১৭-এ তাদের রাখছে না শশাঙ্ক মনোহরের বোর্ড।

এ সিদ্ধান্তের কারণে ২০১৮ আইপিএলে আবার দেখা যাবে ধোনি-ওয়াটসনদের। পাশাপাশি সে বছর আটটির বদলে ১০টি ফ্র্যাঞ্চাইজি খেলবে আইপিএলে। আরো দু’টি নতুন দলের টেন্ডার ডাকবে বিসিসিআই।

আগামী ৯ নভেম্বর বোর্ডের এজিএমে চূড়ান্ত হবে যে ২০১৮ আইপিএলে আটটি না ১০টি দল খেলবে। রোববার ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা, সচিব অনুরাগ ঠাকুর, আইপিএল গর্ভনিং কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলি ও বোর্ডের কোষাধক্ষ্য অনিরুদ্ধ চৌধুরি। এদিন বোর্ডের অধিকাংশ সদস্যরাই আইপিএলে চেন্নাই ও রাজস্থানকে রেখে দেওয়ার পক্ষে ছিলেন।

আরটি/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।