গ্রামীণফোন আনবে আইফোন ৬ এস প্লাস


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৮ অক্টোবর ২০১৫

বিশ্বে আলোড়ন সৃষ্টি করা সর্বাধুনিক আইফোন ৬ এস ও ৬ এস প্লাস বাংলাদেশের বাজারে আনবে মোবাইল অপারেটর গ্রামীণফোণ। আগামী ৫ নভেম্বর বাজারে উন্মুক্ত করা হবে ফোন দুইটি। গণমাধ্যমে পাঠানো গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ অক্টোরর শুক্রবার থেকে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস এর জন্য গ্রামীণফোনের ওয়েবসাইটে অগ্রিম নিবন্ধন করতে পারবেন। ফোনটির দাম ও কেনার অন্যান্য শর্ত সম্পর্কে পরে গ্রাহকদের জানানো হবে। গ্রামীণফোনের ওয়েবসাইট (http://www.grameenphone.com/personal/iphone-6s)  থেকে আগ্রহীদের অগ্রিম নিবন্ধন করতে হবে। গ্রামীণফোনের ডেপুটি ডাইরেক্টর সৈয়দ তালাত কামাল জাগো নিউজকে বলেন, গ্রামীণফোন সব সময় চেষ্টা করেছে গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে। এই চিন্তা ধারার অংশ হিসেবে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস বাংলাদেশের বাজারে আনবে গ্রামীণফোন।

আরএম/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।