টস জিতে ব্যাট করছে দ. আফ্রিকা


প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৮ অক্টোবর ২০১৫

প্যাটেল সম্প্রদায়ের প্রধান হার্দিক প্যাটেলের হুমকি উপেক্ষা করে অবশেষে মাঠে গড়িয়েছে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডে। পাঁচ ম্যাচ সিরিজের এই ম্যাচে টস জিতে ব্যাট করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩ ওভার শেষে বিনা উইকেটে ১৩ রান।

সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে অল্প রানে বেধে ফেললেও শেষ পর্যন্ত হারতে হয়েছে ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকাকে। টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডেতে জয়ের পর অনেকটা ফুরফুরে মেজাজে থাকা প্রোটিয়াদেরকে এই সফরে প্রথমবারের মতো হারের স্বাদ পেতে হয়েছে।

এদিকে এ ম্যাচকে ঘিরে নিরাপত্তার স্বার্থে রাজকোটে একদিনের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ভারত-প্রোটিয়া তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকরা মাঠে বোতল নিক্ষেপ করেছিল। পরে সিরিজের বাকি ম্যাচগুলোতে বোতল নিষিদ্ধ করা হয়েছিল।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।