এভারটনের বিপক্ষে ম্যানইউ’র বড় জয়


প্রকাশিত: ০৩:৪০ এএম, ১৮ অক্টোবর ২০১৫

ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজনা ছড়ানো ম্যাচে এভারটনের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের মাঠ গুডিসন পার্কে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ।

প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই আর্সেনালের কাছে ৩-০ ব্যবধানে হারা ইউনাইটেড শুরু থেকেই চেপে ধরে এভারটনকে। আক্রমণাত্মক ফুটবল খেলা ইউনাইটেডকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৮তম মিনিটে ম্যানইউ প্রথম গোলের দেখা পায়। ক্রিস স্মলিংয়ের সাহায্য নিয়ে গোল করেন স্নেইডারলিন। ২২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন হেরেরা। আর্জেন্টাইন তারকা মার্কোস রোহোর অ্যাসিস্ট থেকে গোলটি করেন হেরেরা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে রুনি-হেরেরারা। ম্যাচের  ৬২ মিনিটে তৃতীয়বার এভারটনের জালে বল জড়ান রুনি। স্বাগতিকদের ভুল পাসকে কাজে লাগিয়ে তৃতীয় গোলে ভূমিকা রাখেন হেরেরা। তবে, কয়েকবার গোলের সুযোগ পেয়েও ভালো ফিনিশিংয়ের অভাবে ব্যবধান কমিয়ে আনতে পারেনি এভারটন।

এ জয়ের পর ম্যানইউ ৯ ম্যাচ খেলে অর্জন করেছে ১৯ পয়েন্ট। লিগ টেবিলের দুইয়ে অবস্থান করা ম্যানইউয়ের উপরে রয়েছে ২১ পয়েন্ট পাওয়া ম্যানসিটি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।