নটরডেম কলেজে চলছে প্রাণ ফ্রুটো বিজনেস উৎসব


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৭ অক্টোবর ২০১৫

প্রাণ ফ্রুটোর উদ্যোগে ও নটরডেম বিজনেস ক্লাবের আয়োজনে দ্বিতীয় দিনের মতো রাজধানীর নটরডেম কলেজে চলছে ‘প্রাণ ফ্রুটো বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৫’। এই উৎসবকে ঘিরে নটরডেম কলেজ প্রাঙ্গণ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

শনিবার দুপুরে সরেজমিন ঘুরে এরকম চিত্রই দেখা গেছে। এর আগে শুক্রবার সকালে দু` দিনব্যাপি এ উৎসবের উদ্বোধন করেন এফবিসিসিআই এর পরিচালক শামীম আহসান।

জানা গেছে, ‘প্রাণ ফ্রুটো বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৫’ উৎসবে অংশ নিয়েছে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা মূলত অংশ নিয়েছেন এই আয়োজনে। প্রাণ ফ্রুটোর এই আয়োজনকে ঘিরে নটরডেম কলেজকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রবেশ পথ থেকে শুরু করে অডিটরিয়াম পর্যন্ত সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন দিয়ে।

আয়ােজকরা জানিয়েছেন, উৎসবের দ্বিতীয় দিন সকালে থেকে দুপুর পর্যন্ত আইকন ওয়ার্কশপ, বিজনেস জেনারেল নলেজ অলিম্পিয়াড, রিউবিক কিউব চূড়ান্ত পর্ব, ফান ডিবেট ও বিজনেস সলিউশনসহ নানা আয়োজন আজ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরুস্কৃত করা হবে।

এমএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।