ধোনি-ভিলিয়ার্সদের হুমকি


প্রকাশিত: ১১:১১ এএম, ১৭ অক্টোবর ২০১৫

প্যাটেল সম্প্রদায়ের লোকদের খেলা দেখতে না দেওয়ার অজুহাতে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ম্যাচ খেলতে না দেওয়ার হুমকি দিয়েছে প্যাটেল সম্প্রদায়ের প্রধান হার্দিক প্যাটেল। রোববার (১৮ অক্টোবর) রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক টিম ইন্ডিয়া এবং সফরকারী প্রোটিয়ারা।

গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের সংরক্ষণ নিয়ে বহু আগে থেকেই আন্দোলন করে আসছে হার্দিকের সর্মথকরা। আন্দোলনরত সম্প্রদায়টি ভারত-দ. আফ্রিকা ম্যাচ দেখতে চেয়ে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে টিকিট চেয়েছিল। কিন্তু, টিকিট পেতে ব্যর্থ হওয়ায় সম্প্রদায়টি ম্যাচ বানচালের হুমকি দেয়।

সম্প্রদায়ের প্রধান হার্দিক জানান, খান্দেরি গ্রামের কাছে আন্দোলনকারীরা মাঠ ঘিরে রাখবে যাতে মাঠে কেউ ঢুকতে না পারে। প্যাটেল সম্প্রদায়ের লোকদের ম্যাচের টিকিট না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে নড়বে না।

হার্দিক আরও জানান, ইচ্ছে করেই আমাদের সম্প্রদায়ের লোকজনকে টিকিট দেওয়া হচ্ছে না। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, রাজকোট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এখনও ম্যাচের প্রচুর টিকিট অবিক্রিত রয়েছে।

এমন হুমকির পর ম্যাচ নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে গুজরাট পুলিশ। পুলিশের আইজি ডিআর প্যাটেল জানিয়েছেন, গুজরাটে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে দেওয়া হবেনা। ম্যাচের আগে থেকে এখানে দুই হাজার পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। এছাড়া পাঁচজন পুলিশ সুপার সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।