এখনো ঘাটতি রয়েছে অগ্নিনির্বাপক ব্যবস্থায়


প্রকাশিত: ০৭:২৮ এএম, ০১ নভেম্বর ২০১৪

কারওয়ান বাজারে বিএসইসি ভবনে অগ্নিকান্ডের পর রাজধানী ঢাকার সুউচ্চ ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বহুতল ভবনে আগুনের ঝুঁকি সম্পর্কে অনেক ভবনের মালিকই এখনো সচেতন নয় বলে বলছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানান, বাংলাদেশে কিছু কিছু ভবনে অগ্নি নিরাপত্তা ব্যাবস্থায় কিছুটা উন্নতি হলেও অনেক ভবনেই এখনো নিজস্ব অগ্নি নির্বাপক ব্যাবস্থার ঘাটতি রয়েছে। ভবনের যথাযথ সুরক্ষার ঘাটতির অভাবেই বেশিরভাগ আগুনের ঘটনার সূত্রপাত হয়।

ব্রিগেডিয়ার জেনারেল খান আরও বলেন, বহুতল ভবনে আগুনের ঝুঁকি সম্পর্কে অনেক ভবনের মালিকই এখনো সচেতন নয়। তবে অগ্নিকাণ্ড বিষয়ে সামগ্রিকভাবে সমাজে সচেতনতা বেড়েছে। আর এ জন্যই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা আগের চেয়ে অনেকে কমে এসেছে বলে তিনি মনে করেন।

কিন্তু এই সচেতনতাও যথেষ্ট নয় বলেই মনে করছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তাই, সচেতনতা আরো বাড়ানোর জন্য নানা ধরনের পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, গতকাল শুক্রবারের বিএসইসি ভবনের ১১ তলায় আগুনের ঘটনায় ওই ভবনে অবস্থিত দুটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানের সম্প্রচার কিছুক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ হয়েছিল। এছাড়া, আগুনে পুড়ে গেছে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র আমার দেশ-এর কার্যালয়।

তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে। -বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।