ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৭ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নবীনলীগের শ্রীনগর ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীনগর ইউনিয়নের ভবানিপুরে নবীনলীগের কমিটিকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সাধারণ সম্পাদক প্রার্থী সুলায়মান গনি অপর প্রার্থী দেলোয়ার হোসেনের মিছিলে হামলা চালিয়ে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে সকালে ভবানিপুরের চকবাজারেরর দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।