ডিমলায় সাংবাদিক লাঞ্ছিত


প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৭ অক্টোবর ২০১৫

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনকারীদের হাতে সাপ্তাহিক আজকের জলকথা পত্রিকার ডিমলা প্রতিনিধি আব্দুল করিম যাদু লাঞ্ছিত হয়েছেন। আহত অবস্থায় তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই সাংবাদিক ২ জন নামীয় ও অজ্ঞাত ৫/৬জনের বিরুদ্ধে ডিমলা থানায় অভিযোগ করেছে। উক্ত ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আব্দুল করিম যাদু জানায়, টেপাখড়িবাড়ী  ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের রমজান আলীর ছেলে রাহাত আলী (৩০) দীর্ঘদিন থেকে তিস্তা নদীতে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছিল। গত ১০ অক্টোবর ডিমলা থানার পুলিশ অভিযান চালিয়ে টেপাখড়িবাড়ী  ইউনিয়নের দুর্গম চর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সরঞ্জামাদি রাহাত আলীর নিকট থেকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ উক্ত মালমাল উদ্ধার করায় রাহাত আলী ক্ষিপ্ত হয়ে উঠে।

শুক্রবার বিকেল ৫টার সময় সুটিবাড়ী বাজারে যাওয়ার সময় সাইদুলের দোকানের সামনে পৌঁছালে রাহাত আলী, ময়েন কবীরসহ অজ্ঞাত ৫/৬জন উক্ত সাংবাদিকের পথরোধ করে। এ সময় তারা আব্দুল করিম যাদুকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারে। রাহাত আলী শার্টের পকেটে থাকা ৫ হাজার ৩শ ৫০টাকা ও ময়েন কবীর সাংবাদিকতার কাজে ব্যবহৃত সনি ক্যামেরা বের করে নেয়।

এলাকাবাসী যাদুকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করেন। ডিমলা প্রেসক্লাব উক্ত ঘটনার নিন্দার পাশাপাশি দ্রুত আসামিদের গ্রেফতাবের দাবি করেন। রাতে ডিমলা প্রেসক্লাবে জরুরি সভা ডেকে এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন খানের সঙ্গে রাতে সাংবাদিকরা দেখা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান জাগো নিউজকে বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।  

ডিমলা উপজেলা নিবাহী কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, উক্ত ঘটনায় মামলার পাশাপাশি অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাহেদুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।