তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল দলের সঙ্গে থাকবেন নেইমার
শনিবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন ইনজুরিতে থাকা ব্রাজিল তারকা নেইমার। বিশ্বকাপ স্বাগতিকরা এ ম্যাচে নেদারল্যান্ডের মোকাবেলা করবে।
সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে পরাজিত হওয়ার পর ডাচ কোচ এ ফলকে ‘আনফেয়ার’ হিসেবে মন্তব্য করায় স্বাগতিকরা এ ম্যাচ নিজেদের স্বরুপে ফিরতে চায়।
নেইমারের অনুপস্থিতি মঙ্গলবারের ম্যাচে দলের এমন বিপর্যয় ডেকে আনে বলে মনে করা হচ্ছে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জয়ী ম্যাচে মেরুদন্ডে আঘাত পাওয়ায় সেমিফাইনাল ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনা তারকা। এমনকি তার বিশ্বকাপ মিশনই শেষ হয়ে যায়।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের মুখপাত্র রড্রিগো পাইভা বলেন, ‘নেইমার এখানে (ব্রাজিলের বিশ্বকাপ ঘাঁটি) আসবেন। শনিবারের ম্যাচে তিনি দলের সঙ্গে থাকবেন।’
রিওডি জেনেরিওর কাছে তেরেসোপোলিসে ব্রাজিলের বিশ্বকাপ সদর দপ্তরে এ সংবাদ নিশ্চিত করেন পাইভা।
বার্সেলোনা তারকার অনুপস্থিতি এবং অধিনায়ক থিয়াগো সিলভার সাসপেনশনের কারণে মঙ্গলবার বেলোহরিজোন্তেতে স্বাগতিক ব্রাজিলকে বিশাল ব্যবধানে পরাজিত করা জার্মানি রোববার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।
বুধবার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টি শটে ৪-২ গোলে পরাজিত হওয়া ভ্যান গালের হল্যান্ডকে এখন প্লে-অফ ম্যাচ খেলতে হচ্ছে।