গলে জয় দেখছে শ্রীলঙ্কা


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৬ অক্টোবর ২০১৫

গল টেস্টে রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে ফলোঅনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনারের বোলিং তোপে মাত্র ২৫১ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস

শুক্রবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে ৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হেরাথের বোলিংয়ের সামনে ১৮৫ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারায় তারা। দিনের শুরুতেই অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর জার্মেইন ব্ল্যাকউডকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়ে সে চাপ সামলে নেয়ার চেষ্টা করেন ড্যারেন ব্র্যাভো। দলের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরির দেখা পান ব্র্যাভো। ১০৭ বল মোকাবেলা করে ৮টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করেন তিনি।

শেষ দিকে কেমার রোচ, জেরোম টেইলর ও দেবেন্দ্র বিশু ফলোঅন এড়াতে ব্যপক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। জেরেমি টেইলর করেন ৩১ রান। এছাড়া রোচ ২২ ও বিশু ২৩ রান করে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত সবক`টি উইকেট হারিয়ে ২৫১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২৩৩ রান পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জেসন হোল্ডারের দল ।

শ্রীলঙ্কার পক্ষে ৬৮ রান খরচায় একাই ৬ উইকেট তুলে নেন হেরাথ। এছাড়া ধাম্মিকা প্রসাদ পান ২টি উইকেট।  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ৬৭ রান তুলতেই হারিয়েছে তারা ওপেনিং দুই ব্যাটসম্যানকে। ক্রেইগ ব্রাথওয়াইট করেন ৩৪ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান ড্যারেন ব্র্যাভো (২০*) এবং দেবেন্দ্র বিশু (৬*) শনিবার আবার ব্যাট করতে নামবেন। শ্রীলঙ্কার পক্ষে হেরাথ এবং সিরিবর্ধনা ১টি করে উইকেট পান।

আরটি/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।