ইউএসটিএর বিরুদ্ধে বুশার্ডের মামলা


প্রকাশিত: ১০:০৫ এএম, ১৬ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের (ইউএসটিএ) বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করলেন কানাডিয়ান টেনিস তারকা ইউজেন বুশার্ড। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে এই মামলা করেন কানাডিয়ান এ সুন্দরি।

গত ইউএস ওপেন চলাকালে লকার রুমে পা পিছলে পড়ে মাথায় আঘাত পান বুশার্ড। এটা ক্রমেই রূপ নেয় অভিঘাতজনিত সমস্যায়। খেলার সময় মাথা ঘুরতে থাকার মতো সমস্যায় পড়লে পরবর্তীতে আরো তিনটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন ২১ বছর বয়সী এ খেলোয়াড়। এ কারণে তিনি ইউএসটিএর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করলেন।

কানাডিয়ান সুন্দরি বলেন, লকার রুমে পিচ্ছিল অসঙ্গত ও বিপজ্জনক এক বস্তুর ওপর পা দিলে তিনি পড়ে যান। বুশার্ডের আইনজীবী বেনেডিক্ট মোরেল্লি জানান, পিচ্ছিল বস্তুটি হয়তো লকার রুম পরিষ্কার করতে রাখা হয়েছিল এবং সেটি পরে আর সরানোই হয়নি। এ ঘটনায় মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবেন বলে জানান বুশার্ডের আইনজীবী।

আরটি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।