বারাসাত আদালতে নূর হোসেনকে তোলা হচ্ছে আজ


প্রকাশিত: ০৫:৩১ এএম, ১৬ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার অন্যতম প্রধান আসামি নূর হোসেনকে শুক্রবার আবারও ভারতের পশ্চিমবঙ্গের আদালতে তোলা হবে। মামলার অপর দুই আসামি হলেন নূর হোসেনের দুই সহযোগী সেলিম এবং খান সুমন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে এ মামলার শুনানি হবে।

নূর হোসেনের আইনজীবী অনুপ কুমার ঘোষ জানান, আজ দিনের দ্বিতীয়ার্ধে এ মামলা বারাসাত আদালতে উঠবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের আদালত ইতিমধ্যে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নূর হোসেনকে দেশে ফেরানোর ব্যাপারে ইন্টারপোলকে অনুরোধ করতে নির্দেশ দিয়েছে। নূর হোসেন গত ২ আগস্ট আদালতে সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি জামিনের আবেদন করবেন। যদিও ইন্টারপোলের রেড এলার্টভুক্ত কোনো আসামি বা অভিযুক্ত জামিনের আবেদন করতে পারে না।

গত ১৪ জুন ভারতের কলকাতায় ধরা পড়ার পর থেকেই নূর হোসেন নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। এমনকি র‌্যাবকে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

বাংলাদেশ থেকে ভারতীয় ভূ-খণ্ডে অবৈধভাবে প্রবেশের মামলায় নূর হোসেনকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সাজা ভোগ করতে হতে পারে বলে জানিয়েছেন এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন দে।

তিনি আরও বলেন, ‘ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী নূর হোসেনকে বাংলাদেশে পাঠানো হতে পারে। তবে সে ক্ষেত্রে তার স্বল্পমেয়াদী সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুরো বিষয়টি আদালতের নিজস্ব বিচারাধীন। এটা আমার অনুমান মাত্র।’

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।