না’গঞ্জে দুই কারখানাকে ৩৬ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ১২:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০১৫

পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে দুটি শিল্প কারখানাকে ৩৬ লাখ টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার অধিদফতরের ঢাকা সদর দফতরে ওই দুটি কারখানার মালিককে তলব করে এ দণ্ড প্রদান করা হয়।

পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং ইটিপি স্থাপন ব্যতীত ওয়াশিং কারখানা পরিচালনা করার অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াসমা নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডকে ২৬ লাখ ও সোনারগাঁয়ের তালতলা এলাকায় কনফিডেন্স ইলেকট্রিক লিমিটেডকে (ব্যাটারি ইউনিট) ১২লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

শাহাদাৎ হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।